বিডিনিউজ: বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ডাঃ এস এ মালেক বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি ঈদুল ফিতরের প্রাক্কালে জাতীয় পর্যায়ের নেত্রীবৃন্দ,বিশিষ্ট বুদ্ধিজিবীগন,মন্ত্রীসভার মাননীয় সদস্যগন,সন্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং বঙ্গবন্ধু পরিষদের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ, শুভাকাঙ্খী যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।অনুরুপভাবে সকলকেঈদের শুভেচ্ছা জানিয়েছেন।মহামারী করোনার তান্ডবলীলা ও ঘূর্ণীঝড়ের আঘাতে জনজীবনের যে অবর্ননীয় দুর্দশা নেমে এসেছে সেজন্য এসকল ক্ষতিগ্রন্থ মানুষের পাশে সমাজের দানশীল ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে বাঁচুন ও দেশকে বাঁচান।
বার্তা প্রেরক,আনন্দ কুমার সেন,ঢাকা।