সাতটি তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবে না। পুরো গোপালগঞ্জ জুড়ে এমন গুজব ছড়িয়ে গেছে। করোনা ভাইরাস প্রতিরোধ করতে এবং ভ্যাকসিন আবিষ্কার নিয়ে পুরো বিশ্ব যখন ব্যস্ত তখন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহল এ গুজব ছড়িয়েছে।
এ উপজেলায় তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তুলসীপাতা খাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। গুজবটি ছড়ানোর পর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে অনেকই সাতটি করে তুলসী পাতা খাচ্ছেন। তাদের ধারণা তুলসীপাতা খেলে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না।
এ বিষয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, তুলসি পাতা খেলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় এটা গুজব। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এমন গুজবে মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, এ তথ্যের কোনো ভিত্তি নেই। তবে কারো ঠান্ডাজনিত কাশি হলে জন্য তুলসী পাতা উপকারী।