একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার আকার হতে যাচ্ছে ৪৬ সদস্যের। এর মধ্যে উপমন্ত্রী হচ্ছেন তিন জন। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।নতুন মন্ত্রিসভার উপমন্ত্রী হচ্ছেন-জনাব এ কে এম এনামুল হক শামীম (পানি সম্পদ মন্ত্রণালয়),জনাব মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়) এবং বেগম হাবিবুন নাহার (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)।নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৪ জন, আর প্রতিমন্ত্রী হচ্ছেন ১৯ জন।আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে সূত্র জানিয়েছে।
