কৃষিবিদদের ঐক্য সমৃদ্ধির অগ্রযাত্রায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কোনো বিকল্প আগেও ছিলোনা, এখনো নেই ভবিষ্যতেও হবার তেমন কোনো সুযোগ দেখছি না। এমন একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এর নির্বাচন প্রকৃত অর্থেই বিশেষ গুরুত্ব বহন করে।
আমি ব্যক্তিগতভাবে কৃষিবিদদের মাঝে কোন ধরনের বিভাষন কখনোই আশা করিনা। মূলত সেই কারনেই এবারের নির্বাচন নিয়ে তেমন কোন উৎসাহ দেখাইনি। কিন্তু আবার ভেবে দেখলাম গনতান্ত্রিক প্রকৃয়ায় নির্বাচন একটি যথার্থ মাধ্যম যোগ্য ব্যক্তিত্ব বেছে নেয়ার। তাই এই নির্বাচনকে বিভাজনের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে যোগ্যতার মাপকাঠিতে দেখার অনুরোধ জানাচ্ছি ও আমার বিবেচনায় নারী বিষয়ক সম্পাদক পদে আমার দীর্ঘদিনের পরিচিত কামরুন নাহার আপা, অনেকেই তাকে আমরা ডায়না নামে চিনি, তার সফলতার প্রত্যাশায় সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন আশা করছি। কৃষিবিদের ঐক্য সুদৃঢ় হোক। প্রানের কৃষিবিদ হয়ে উঠুক নক্ষত্রের চারণভূমি। শুভকামনা
লেখক: শামীম আহমেদ, পিএইচডি স্টুডেন্ট, চুংবুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া।