শামীম আহমেদ,
ছোটবেলায় মা কিছু টাকা দিতেন, টিফিন খেতে। এই ত্রিশ টাকার মতো। আমার স্কুল তখন ছিলো Happy daily Kindergarten, তেজকুনী পাড়া, ফ্রামগেট। বাসা সদ্য শেওড়াপাড়া এসেছি আমরা। টিফিনের টাকা বাচিয়ে আর লাল দোতলা বাসে ছাত্র ভাড়া দিয়ে পয়সা বাচাতাম। মিরপুর 10 এ তখন চৌধুরি উদ্যোগ নামে একটা ক্যাসেটের দোকান ছিলো। সেখানে জাফর চাচাকে বলতাম, LRB, Feelings, Miles এর কোনো নতুন এলবাম এসেছে চাচা? আসলেই কথা নেই, অমনি কিনে ফেলতাম।
নতুন গান, নতুন আনন্দ, আর উচ্চ শব্দে পাড়ায় জানান দেয়া, আমি কিন্তু আগে কিনে ফেলেছি।
বাচ্চু ভাই, তোমার জন্য যে এতোটা নস্টালজিক হবো, কখনো ভাবিনি। কি করবো এখন! কোথাও তোমার কনসার্ট হলে সে কি মাতামাতি। আমার স্কুল বন্ধুরা স্বাক্ষী, কত ভয়ানক কর্ম করে তোমার কনসার্ট দেখতে যেতাম। নতুন প্রজন্ম সেটা চিন্তাও করতে পারবে না। তুমি আমাদের প্রজন্মের সুরের যাদুকর। আহহহহ…
শামীম আহমেদ এর ওয়াল থেকে,
গবেষক, চুংবুক বিশ্ববিদ্যালয়য় ,কোরিয়া ।